1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্মোহনের মাধ্যমে দাঁতের চিকিৎসা

১১ এপ্রিল ২০২৩

দাঁতের ডাক্তারের কাছে যাওয়া অনেকের কাছে আতঙ্কের কারণ৷ খোলা মুখে যন্ত্রের শব্দ শুনলেই স্ট্রেস বেড়ে যায়৷ কিন্তু সম্মোহনের মাধ্যমে রোগীদের মানসিক চাপ ও ব্যাথার অনুভূতি কমিয়ে আনা সম্ভব৷

https://p.dw.com/p/4PuGV
Zahnarztpraxis
ফাইল ছবি৷ছবি: Ute Grabowsky/photothek/picture alliance

আইকে রুপ-কে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে৷ ৩০ বছরের এই মানুষটির কাছে সেটা বড় মানসিক চাপের কারণ৷ সে কারণে তিনি চিকিৎসার সময়ে হিপনোটাইজড হতে চান৷ সম্মোহন তাঁকে কিছুটা নিরাপদ বোধ করাবে৷ চার বছর আগেই তাঁর সেই অভিজ্ঞতা হয়েছে৷ সে সময়ে একইসঙ্গে তাঁর চারটি আক্কেল দাঁত তোলা হয়েছিল৷

কিছুদিন আগে পেরিওডন্টাল চিকিত্সার সময়ে তিনি আবার সম্মোহনের আশ্রয় নিয়েছিলেন৷ সেই অভিজ্ঞতার সময়ে অবশ্য তিনি অস্বস্তি ও ব্যথা অনুভব করেন৷ আইকে বলেন, ‘‘সেটা ছিল শেষ বার৷ তাতে আমি বেশ কাহিল হয়ে পড়েছিলাম৷ সে কারণে প্রশ্ন করেছিলাম, আজ আবার হিপনোসিস চেষ্টা করে দেখা যায় কিনা৷’’

হাসপাতালে ড. টোমাস ভল্ফ আইকে-কে পরীক্ষা করলেন৷ দাঁতের ডাক্তার ছাড়াও তিনি হিপনোসিসের মাধ্যমে চিকিৎসার একজন বিশেষজ্ঞ৷ ড. ভল্ফ বলেন, ‘‘ডেন্টাল হিপনোসিসের মাধ্যমে আমরা শুধু রোগীদের সাহায্য করতে চাই৷ হিপনোসিস ভয় কমাতে খুব সাহায্য করে, সেইসঙ্গে ব্যথাও কমায়৷ এমনকি ব্যথার অনুভূতি সম্পূর্ণ বন্ধও করতে পারে৷’’

সম্মোহনের ক্ষেত্রে ড. ভল্ফ মানসিক চিত্র নিয়ে কাজ করেন৷ রোগীকে তার অন্তরের চোখ দিয়ে স্ট্রেসমুক্ত কোনো জায়গা কল্পনা করতে বলা হয়, যেখানে সে বেশ শিথিল বোধ করে৷ সেই ট্রান্সের অবস্থায় তাকে সেই জায়গাটিকে যতটা সম্ভব বাস্তব করে তুলতে হয়৷

আইকে তিনটি শব্দ উচ্চারণ করলেন, যেগুলি সম্মোহনে সাহায্য করবে – সমুদ্র, পানি ও দ্বীপ৷ রোগী স্ট্রেস অনুভব করে চিকিৎসায় বিরতি চাইলে হাত তুলে সেই ইচ্ছা প্রকাশ করতে পারে৷ ফলে চিকিৎসার সময়ে সে সম্পূর্ণ নিরাপদ বোধ করতে পারে৷

টোমাস ভল্ফ এবার সম্মোহন শুরু করলেন৷ আইকে রুপ মনে মনে নিজের নিরাপদ জায়গায় তলিয়ে গেলেন৷ ড. ভল্ফ বলেন, ‘‘মনে মনে আমরা এমন জায়গায় চলে যাই, যেটা অত্যন্ত নিরাপদ, মনোরম ও শান্ত৷ হয়তো রোদের মাঝে, সমুদ্র সৈকতে অথবা কোনো দ্বীপে এমন অনুভূতি পাওয়া যায়৷’’

হিপনোসিসের সময়ে মস্তিষ্কে আসলে কী ঘটে, গবেষণার মাধ্যমে তা এখনো পুরোপুরি জানা যায় নি৷ তবে সম্মোহনের সময় মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায় এবং বাইরের জগত আবছা করে তোলে৷ তা সত্ত্বেও হিপনোসিস মোটেই শুধু কোনো পরোক্ষ প্রক্রিয়া নয়৷

মস্তিষ্কের লিম্বিক সিস্টেম জটিল পরিস্থিতিতে নির্দিষ্টভাবে স্ট্রেসের অনুভূতি কমাতে পারে৷ সেটি শরীর থেকে স্নায়ুর মাধ্যমে আসা নির্দিষ্ট কিছু সংকেত অবরোধ করতে পারে৷ সম্মোহন সেই প্রক্রিয়া কাজে লাগায়৷ শান্ত ও শিথিল অবস্থা সৃষ্টি করে মস্তিষ্কে ব্যাঘাতের সংকেত আসতেই দেয় না৷ ফলে সচেতনভাবে সেই স্পন্দন অনুভবই করা যায় না৷

ওষুধ ছাড়াই ভুলে যাবেন দাঁতের ব্যথা

সম্মোহনের পর দাঁতের মূল চিকিৎসা শুরু করা যেতে পারে৷ হিপনোসিসের কারণে আইকে আজ কোনো মানসিক চাপ অনুভব করছেন না৷ লোকাল অ্যানেস্থেসিয়ারও প্রয়োজন হচ্ছে না৷ এখনো তিনি গভীর বিশ্রাম বোধ করছেন৷ ড. ভল্ফ তাকে চিকিৎসার শেষে আবার বাস্তব জগতে ফিরে আসতে সাহায্য করছেন৷

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আইকে রুপ বলেন, ‘‘সত্যি খুব মনোরম অভিজ্ঞতা, অনেকটা স্লিপ মোডে থাকার মতো৷ ঠিক যেন মোবাইল ফোনের ফ্লাইট মোড চালু করছি৷ নিজেকে সুইচ অফ করে আশেপাশে কী হচ্ছে সেই বোধ উধাও বন্ধ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ৷''

হিপনোসিসের সুবিধাগুলি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে৷ এর মাধ্যমে অনেক রোগী স্ট্রেস ছাড়াই চিকিৎসা করাতে পারেন৷ আইকে রুপ বলেন, ‘‘কখনো বড় আকারে চিকিৎসার প্রয়োজন হলে আমি সম্মোহন ছাড়া কোনোমতেই সেটা করাবো না৷ তবে অবশ্যই বাস্তব পরিস্থিতি মেনে নিতে হয়৷''

হিপনোসিস শুধু দাঁতের ডাক্তারের কাছেই কাজে লাগে না৷ ডিপ্রেশন বা বার্নআউটের ক্ষেত্রেও সেই কৌশল কাজে লাগতে পারে এবং এভাবে স্ট্রেসের ব্যাধি আগে থেকেই দূরে রাখা সম্ভব হতে পারে৷

ক্লাউডিউস আউয়ার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য